২০ বছরে কম্পিউটার ভিলেজ, চলছে ফেস্টিভাল অফার

Com-Vill-20yr-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার ও প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান ‘কম্পিউটার ভিলেজ’ ২০ বছরে পদার্পণ করেছে। রোববার প্রতিষ্ঠানটি এই মাইলফলকে পৌঁছাল।

২০ বছরে পদার্পনকে উপলক্ষ করে প্রতিষ্ঠানটি তাদের ঢাকা ও চট্টগ্রামের সাতটি শাখায় ক্রেতাদের জন্য বিশেষ প্রমোশন ‘ফেস্টিভাল’ আয়োজন করেছে।

Com-Vill-20yr-Techshohor

Techshohor Youtube

আজ থেকে শুরু হওয়া এই প্রমোশনে ক্রেতাদের জন্য থাকছে নানা ধরনের পুরস্কার। ঢাকার বিসিএস কম্পিউটার সিটি, মাল্টিপ্ল্যান সেন্টার, মতিঝিল, সিটি সুপার মার্কেট ও চট্টগ্রামের আগ্রাবাদ, জিইসি ও জহুরা টাওয়ারের কম্পিউটার ভিলেজের শাখা থেকে ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনে ক্রেতারা এসব পুরস্কার জেতার সুযোগ পাবেন।

পুরস্কার হিসেবে থাকছে চারটি ল্যাপটপ, দুইটি এয়ার টিকেট, ট্যাবলেট পিসি, নেটবুক, ২৪ ইঞ্চি কালার টিভি, স্মার্টফোন, বাইসাইকেলসহ আরও অনেক কিছু।

পণ্যভেদে স্ক্র্যাচ কার্ড, ঢাকা ও চট্টগ্রামে তিনটি করে দৈনিক মোট ছয়টি গিফট হ্যাম্পার এবং সাপ্তাহিক মেগা ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের এসব পুরস্কার দেওয়া হবে। ৩ মার্চ পর্যন্ত এই অফার পাবেন ক্রেতারা।

১৯৯৮ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে কম্পিউটার ভিলেজ। বর্তমানে প্রতিষ্ঠানটি ম্যাকাফি অ্যান্টিভাইরাসসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তি পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন