Techno Header Top and Before feature image

ই-কমার্স প্রশিক্ষণে সনদ পেলেন ১০০ উদ্যোক্তা

ecab-ict-lict-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ই-কমার্স উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০০ ই-কমার্স উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁ‍ওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এসব নবীণ উদ্যোক্তাদের হাতে সদন তুলে দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ecab-ict-lict-techshohor

দেশের ই-কমার্স খাতে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক‍র্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, ইমপ্লয়মেন্ট অ্যান্ড গভা‍র্ন্যান্স প্রকল্প (এলআইসিটি)- এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছিল।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ম্যানেজমেন্ট কনসাল্টেন্সি সা‍র্ভিসেস এ প্রশিক্ষণে সা‍র্বিক তত্ত্বাবধানে সহায়তা করে।

সফলভাবে প্রশিক্ষণ শেষে বুধবার সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, এলআইসিটি ও বিসিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন