লিথিয়াম আয়ন ব্যাটারি আইন কঠোর করছে দ. কোরিয়া

Note7-packet-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নোট ৭ বিস্ফোরণের পর বিশ্ব জুড়েই একটা নেতিবাচক প্রভাব পড়েছিল স্যামসাং মোবাইলের উপর। সেই প্রভাব দেখা যায় তাদের ব্যবসায়িক মুনাফার পড়ে যাওয়াতেও।

বিষয়টি যে শুধু স্যামসাংকেই ভাবিয়েছে তা নয়। বরং ব্যাটারিজনিত বিস্ফোরণের ফলে অনেক স্থানেই হুমকী মনে করা হতে থাকে স্যামসাংয়ের নোট৭ ডিভাইসকে। তাইতো অনেক দেশের প্লেনে ডিভাইসটির ব্যবহার নিষিদ্ধ এমনকি পরিবহণও নিষিদ্ধ করা হয়েছিল।

এবার সেই ব্যাটারি আইন কঠোর করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। সরকার লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার ও উৎপাদনে আরও সতর্ক হতে এমন আইন করতে যাচ্ছে।

Techshohor Youtube

Note7-packet-Techshohor

লিথিয়াম আয়ন ব্যাটরি যেগুলো মূলত পোর্টেবল ডিভাইসে ব্যবহার করা হয় সেগুলোর উৎপাদনে বেশ কিছু নতুন নীতিমালা করতে যাচ্ছে দেশটির ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড এনার্জি মন্ত্রণালয়। একটি বিবৃতি দিয়ে লিথিয়াম আয়ন ব্যটারি উৎপাদন ও ব্যবহার নিয়ে এমন কথা জানিয়েছে মন্ত্রণালয়।

লিথিয়াম আয়ন ব্যটারি ব্যবহারে আরও সতর্ক থেকে একে নিয়মিত নিরীক্ষণ করতে হবে এমন কি নির্দিষ্ট সময় পর পর এই ব্যটারি পরীক্ষা করতে হবে বলেও বিবৃতিতে বলেছে দেমটির মন্ত্রণালয়।

বিবৃতিতে দেশটির ট্রেড, ইন্ডাস্ট্রি এবং এনার্জি মন্ত্রী জিওন মার্ন কি বলেছেন, প্রযুক্তির নতুন উদ্ভাবনের ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকছি। এজন্য ব্যাটারির নিরাপত্তা এমন কী ডিভাইসের নিরাপত্তার জন্য কী করা হতে পারে সেটা  আমরা ইন্ডাস্ট্রিগুলোর কাছে জানতে চাই। সবার সমতা নিশ্চিত করে এমন আইন করেই কাজটি করতে চায় দক্ষিণ কোরিয়া সরকার।

এমন একটি কঠোর আইন বা নীতিমালা করার অন্যতম কারণ হিসেবে দেশটি বলছে গত সেপ্টেম্বরে বিশ্বের কয়েকটি দেশে উন্মোচন করা ডিভাইস স্যামসাং নোট৭ বিস্ফোরণ।

প্রায় ৯০০ ডলার দামের ওই ডিভাইস স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ। যা বাজারে ছাড়ার পরপরই বিস্ফোরণের অভিযোগ আসতে থাকে প্রতিষ্ঠানটির কাছে।

কয়েকদিনের ব্যবধানে অভিযোগ বাড়তে থাকলে শেষ পর্যন্ত স্যামসাং তাদের ডিভাইসটি বাজার থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। যাতে তাদের তৃতীয় প্রান্তিকে লোকসান গুনতে হয় প্রায় ৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।

রয়টার্স অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন