‘বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সস্তায় কাজ বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলছে’

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ আউটসোর্সিংয়ে খুব ভাল করছে। কিন্তু এখানকার ফ্রিল্যান্সাররা কম বাজেটে কাজ করে, যা বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলে। তথ্যপ্রযুক্তিতে ইত্যেমধ্যেই বাংলাদেশের সম্মানজনক অবস্থান তৈরি হয়েছে। তাই এখানেও এখন দেশের আইটি প্রতিষ্ঠানগুলোর উচিত গুনগতমানের কাজ করা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপোর তৃতীয় দিন শুক্রবারে ‘এক্সপোর্ট মার্কেটিং স্ট্র্যাটেজি টু অবটেইন ফাইভ বিলিয়ন বাই ২০২১’ শীর্ষক সেমিনারে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধে উপস্থাপনকালে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার মার্টিন ল্যাব্বি বলেন, ‘বাংলাদেশ আউটসোর্সিংয়ে খুব ভালো করছে। কিন্তু এখানকার ফ্রিল্যান্সাররা কম বাজেটে কাজ করে। যা বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলে। তাই ফ্রিলান্সারদের উচিত মানসম্মত বাজেটে কাজ করা।’

Techshohor Youtube

তিনি বলেন, ‘বিশ্ববাজারে সফটওয়্যার রপ্তানি বৃদ্ধি করতে প্রয়োজন দক্ষ জনবল। আর দক্ষ জনবল তৈরি করতে অবশ্যই সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।’

অ্যামটবের মহাসচিব টিআইএম নরুল কবিরের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।

Freelancer.techshohor

সেমিনারে অফিসএক্সট্রাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার বলেন, নতুন সফটওয়্যার ডেভেলপাররা সার্টিফিকেশন অর্জন করেই বিশ্ববাজারে কাজের জন্য নেমে পড়ে। তাদের উচিত নিজেদের দক্ষতা আরও বৃদ্ধি করা। অনেক প্রতিষ্ঠান আইটি প্রশিক্ষণ দিয়ে থাকলেও তাদের অনেক দুর্বলতা রয়েছে। বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে গুনগতমানের ট্রেনিং প্রতিষ্ঠান তৈরি করতে হবে।

বক্তারা বলেন, বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা ২০২১ সালের মধ্যে আইটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি করা। এর জন্য সরকার নিজ উদ্যোগে আইটি ট্রেনিং দেয়ার ব্যবস্থা করেছে। সরকার আইটি এক্সপার্ট ও উদ্যোক্তা তৈরি করছে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান ও ফারহানা এ রহমান, এলআইসিটি প্রকল্পের কমপোনেন্ট টিম লিডার সামি আহমেদ, গ্রাফিক পিপল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ এলাহী, রাইট ব্রেইন সল্যুউশনের প্রধান নির্বাহী নূর মোহাম্মদ খান।

আল-আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন