![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুধু ফটোশপ জানলেই গ্রাফিক্স ডিজাইনার বা ইউজার ইন্টারফেস- ইউআই এক্সপার্ট হওয়া যায়। দেশে অনেকের মধ্যে এমন ধারণা থাকলেও তা ঠিক নয়।
ইউএক্স এবং ইউআই ও গ্রাফিক্স ডিজাইনার হতে হলে ফটোশপের চেয়েও বেশি কিছু জানতে জানতে হবে। তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য খাতেও এ তিন বিষয়ের গুরুত্ব অনেক বেশি।
একই সঙ্গে গেইমিং, সফটওয়্যারসহ প্রযু্ক্তি জীবনের প্রতিটি খাতেই ইউআইয়ের প্রয়োজন রয়েছে। এমন বক্তব্য উঠে এসেছে বেসিস সফট এক্সপোতে ইমম্পটেন্স অব ইউআই/ইউএক্স ইন মোবাইল গেইমিং অ্যান্ড অ্যাপ্লিকেশন’ শীর্ষক এক সেমিনারে।
ইউজারহাবের সহপ্রতিষ্ঠাতা ও হেড অব ডিজাইন অ্যান্ড রিসার্চ ওয়াহিদ বিন আহসান সেমিনারে মূল প্রবন্ধে বলেন, যে কোনো সফটওয়্যার বা গেইমের ক্ষেত্রে ডিজাইন অবশ্যই রুচিশীল হতে হবে।
গেইম ডিজাইনের ক্ষেত্রে এন্সেনশিয়াল এক্সপেরিয়ান্স, ডিসকভারি, রিক্স টেকিং, জেনারেলাইজেশন ইত্যাদি বিষয়গুলো থাকা জরুরি। ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই গ্রাহকদের চাওয়াকে গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বেসিসের পরিচালক রিয়াদ এস এ হোসেন বলেন, গেইমিং এক্সপেরিয়ান্স যেন রিয়েল লাইফ নির্ভর হয়। এ বিষয়ে সব সময় খেয়াল রাখা দরকার। তাহলে গেইম জনপ্রিয়তা পাবে। উদাহারণ হিসেবে তিনি পকেমন গো ও জিটিএর কথা তুলে ধরেন।
বেসিস সভাপতি সভাপতি মোস্তাফা জব্বার বলেন, অনেকে মনে করেন সফটওয়্যার বা গেইমিং করতে প্রোগামিং বা কোডিং জানতে হবে। বিষয়টা শুধু এ দুই কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। কোডিং বা প্রোগ্রামিং ছাড়াও এ দুই খাতে আরও অনেক কিছু রয়েছে। সফটওয়্যার ডিজাইন, রিভিউ, গাইডলাইন, মার্কেটিংসহ নানা বিষয়। তাই প্রযুক্তি খাতে কাজ করতে হলে শুধু কোডিং জানতে হবে এমন ধারণা ভুল।
বিশিষ্ট এ তথ্যপ্রযুক্তি আরও বলেন, ’ফটোশপ জানলে ডিজাইনার হওয়া যায় না। শুধু ফটোশপ জানাকে ফটোশপ অপারেটর বলি আমি। ডিজাইনের জন্য ক্রিয়েটিভিটি গুরুত্বপূর্ণ।’
সেমিনার আরও বক্তব্য দেন বিল্যান্সারের উদ্যোক্তা মো. সফিউল আলম, ইউজার হাবের সহপ্রতিষ্ঠাতা নীলিমা আহসান, ই-ক্যাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক অনু, বেসিস সভাপতি ও ম্যাসিভ স্টারের প্রধান নিবার্হী মাহবুব আলম প্রমুখ।