টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন ভিডিও টিপস-টিউটোরিয়াল নিয়ে এসেছে মাইটিউটরবিডি ডটকম।
দেশের নামকরা স্কুল শিক্ষকরা এসব টিপস-টিউটোরিয়াল তৈরি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইটিউটরবিডির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে এই ডিজিটাল শিক্ষা কার্যক্রম। দেশের ক্রমবর্ধমান মোবাইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেশসেরা শিক্ষকদের বিষয়ভিত্তিক টিউটোরিয়াল দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়াই উদ্দেশ্য।
মূল্যবান উপদেশ ও ভাল নম্বর পাওয়ার পদ্ধতি বিষয়ে এ বছরের ভিডিও টিপস-টিউটোরিয়ালে অংশ নিয়েছেন ভিকারুননেসা নুন স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, মিরপুর আইডিয়াল গার্লস, উত্তরা হাই স্কুলসহ দেশসেরা আরও স্কুলের শিক্ষকরা।
অনলাইনে ও মোবাইলফোন নেটওয়ার্কের মাধ্যমে সাবস্ক্রাইব করে ওই টিউটোরিয়াল দেখা যাবে। সাবস্ক্রিপশন করতে এসএমএস অপশনে গিয়ে START EDUWAP লিখে ৫৬৭১ -এ যেকোনো মোবাইল হতে এসএমএস পাঠিয়ে দিলে সব টিপস-টিউটোরিয়াল পাওয়া যাবে।
আল-আমীন দেওয়ান