Techno Header Top

ভিডিও থেকে অডিও করবেন যেভাবে

Evaly in News page (Banner-2)

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক সময় ভিডিও থেকে অডিও অংশটুকু রূপান্তরের প্রয়োজন হয়। এ জন্য অবশ্য বেশ কিছু কনভার্টার রয়েছে। তবে কখনও বড় ভিডিওয়ের মাঝামাঝি কোনো অংশের অডিও প্রয়োজন হলে বিপাকে পড়তে হয়। এ কাজ সহজেই করা যাবে সনি ভেগাস প্রোয়ের সাহায্যে।

কিভাবে সনি ভেগাস প্রোয়ের সাহায্যে কোন ভিডিওকে অডিও বা এমথ্রিতে কনভার্ট করতে হয় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে সনি ভেগাস প্রো সফটওয়্যারটি চালু করে টাইম লাইনে যে ভিডিওটি অডিও করতে হতে তা সংযুক্ত করতে হবে।

sony-video-edit-techshohor (2)

এরপর সেখান থেকে যতটুকু অংশ অডিও করতে হবে তা কেটে নিতে হবে। এ জন্য টাইম লাইনে সময়ের উপরে থাকা হলুদ অংশটি ধরে যতটুকু অংশ রেন্ডার করার প্রয়োজন তা নিবার্চন করতে হবে।

তারপর ‘file’ মেন্যু থেকে ‘render as’ অপশনে ক্লিক করতে হবে।

sony-video-edit-techshohor (1)

এরপর নতুন একটি পেইজ চালু হবে। সেখানে ‘output file’ অপশনে ফাইল নাম ও কোন ফোল্ডারে সংরক্ষণ করতে চান তা দেখিয়ে দিতে হবে।

এরপর ভিডিওর অনেকগুলো ফরম্যাট দেখা যাবে। যেখান থেকে ‘mp3 audio’ অপশন থেকে ‘highest quality vbr stereo audio’ অপশনটিতে ক্লিক করে রেন্ডারে ক্লিক করতে হবে।

তাহলেই ভিডিওটি অডিওতে কনভার্ট হয়ে সংরক্ষিত হবে।

আরও পড়ুন

*

*

আরও পড়ুন