Techno Header Top and Before feature image

ই-কমার্সে ডিজিটাল মার্কেটিং নিয়ে কর্মশালা শুক্র-শনিবার

Ecommers-eCab-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের ই-কমার্স খাতে সঠিক উপায়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা হবে এর উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অঙ্গ সংগঠন ই-ক্যাব ইয়ুথ ফোরামের দুদিনব্যাপী কর্মশালাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে কয়েকটি সেশনে মোট নয়টি বিষয়ের উপর বক্তব্য ও কর্মশালা পরিচালনা করবেন ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষরা।

Ecommers-eCab-Techshohor

যেখানে ফেইসবুক মার্কেটিং, এসইও, গুগল, ইমেইল, এসএমএস মার্কেটিং নিয়ে কর্মশালা পরিচালনা করবেন আলীবাবা গ্রুপের পোডাক্ট অপারেশন ম্যানেজার মেহেদী রেজা, মার্কেটেভারের প্রতিষ্ঠাতা আল আমীন কবির, ইন্সপায়ার বাংলাদেশের ওমর শরিফসহ আরও অনেকে।

ই-ক্যাব ইয়ুথ ফোরামের আহ্বায়ক আসিফ আহনাফ জানান, কর্মশালায় ফোকাস করা হবে ফেইসবুক মার্কেটিংকে। এছাড়াও গুগল, ইমেইল, বেসিক এসইও এবং এসএমএস মার্কেটিংকে গুরুত্ব দেওয়া হবে। ই-কমার্স মার্কেটিং নিয়ে কর্মশালায় আসন মাত্র ১৫০টি। তবে নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নেওয়া যাবে। নিবন্ধন ফি হিসেবে এক হাজার টাকা করে পরিশোধ করতে হবে।

এই ঠিকানায় গিয়ে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। তবে সীমিত আসনের কারণে সবাইকে সুযোগ দেওয়া যাবে না বলে জানান তিনি।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন