Techno Header Top and Before feature image

স্মার্টফোনে কয়েক ক্লিকে ভিডিও এডিটিং

Evaly in News page (Banner-2)

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বন্ধুদের সাথে আড্ডা কিংবা স্মরনীয় কোনো সময়ের ভিডিও আমরা অনেক সময় ক্যামেরাবন্দী করি। সেই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ফেইসবুকে শেয়ার করে থাকেন অনেকেই।

তবে অনেক সময় দেখা যায়, ভিডিওগুলো এডিটিং করে মিউজিক যুক্ত বা অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিলে সুন্দর হয়। এই কাজটির জন্য কম্পিউটারের জটিল কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। ‘ইনশর্ট’ নামের অ্যাপ্লিকেশনটির সাহায্যে এই কাজটি করা যাবে।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ 

এই অ্যাপটির সাহায্যে ভিডিও’র মিউজিক পরিবর্তন করে তা আপলোড করা যাবে।

ভিডিও থেকে প্রয়োজনীয় অংশ কাটা যাবে।

inshot-techshohor

চাইলে ভিডিও মাঝে নানা স্টিকার ও ইমোজি ব্যবহার করার সুবিধা রয়েছে।

এতে রয়েছে ভিডিওয়ের মাধ্যমে টেক্সট যুক্ত করার সুবিধা।

ভিডিওয়ে ব্যাকগ্রাউডে পছন্দমত রং যুক্ত করা যাবে অ্যাপটির সাহায্যে।

ভিডিও ছাড়াও অ্যাপটি ব্যবহার করে ছবি এডিটিং করা যাবে। একত্রে কয়েকটি ছবি কোলাজ করা যাবে।

সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করা যাবে অ্যাপটি। আবার একবার ডাউনলোডের পর অ্যাপটি ব্যবহার করতে কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।

৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটির এক কোটির বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। এই ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটির বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন : 

*

*

আরও পড়ুন