![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত বছরে বিশ্বের শীর্ষস্থানীয় দুই অ্যাপস স্টোর গুগল প্লে এবং অ্যাপলের আইওএস অ্যাপ স্টোর ব্যবহারের সর্বোচ্চ কৃতিত্ব রেখেছে এশিয়া। বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি এই তথ্য জানিয়েছে।
২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে পিছনে ফেলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডে শীর্ষে উঠেছে ভারত। এছাড়া আইওএস অ্যাপ স্টোরে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো শীর্ষে রয়েছে চীন।
যদিও অ্যাপলের হিসাবের সাথে অ্যাপ অ্যানির এই হিসাব মিলছে না। অ্যাপলের মতো এর আগের বছর যুক্তরাষ্ট্র ও জাপানের পিছনে ছিলো চীন। অ্যাপল অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গুগলের পক্ষ থেকেও অ্যাপ অ্যানির এই হিসাবের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও অ্যাপ অ্যানি তাদের প্রতিবেদন সম্পর্কে আত্মবিশ্বাসী বলে জানিয়েছে।
দুই জনবহুল দেশে দুটি অ্যাপ স্টোরের আলাদা জনপ্রিয়তা থাকার কারণও রয়েছে। কারণ চীনে গুগলের প্লে স্টোরের সেবা নেই। অপরদিকে ভারতের বাজারে আইওএসের তুলনায় অ্যান্ড্রয়েডের ব্যবহারকারী বহুগুন বেশি।
প্রতিযোগিতায় টিকতে ও ডেভেলপারদের সাথে মুনাফা বৃদ্ধির তাল মেলাতে গুগল ও অ্যাপল তাদের প্লাটফর্মে তৃতীয় পক্ষের ইন-অ্যাপ ফি ও সফটওয়্যারের মূল্য কমিয়েছে। ২০১৬ সালে উভয় অ্যাপ স্টোর থেকে সবমিলিয়ে নয় হাজার কোটিরও বেশিবার অ্যাপ ডাউনলোড হয়েছে।
বিবিসি অবলম্বনে রুদ্র মাহমুদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি