Techno Header Top and Before feature image

ওএলইডি টেলিভিশন আনছে সনি

Sony 77 inch OLED TV-TechShohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তিবিশ্ব এখন তাকিয়ে আছে বিশ্বের শীর্ষ ইলেক্ট্রনিক্স শো সিইএস এর দিকে। ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোও থেমে নেই। চমক দিতে উন্নত প্রযুক্তির ও নানা সেবার পণ্য উন্মোচনের অপেক্ষায় তারা। এরই ধারাবাহিকতায় চলমান সিইএসে ওএলইডি টেলিভিশন এনেছে সনি।

এটিই সনির প্রথম ওএলইডি টেলিভিশন। যদিও কয়েকদিন ধরেই এই গুজব শোনা যাচ্ছিলো। সবার প্রত্যাশা ছিলো এলজির ওএলইডি টেলিভিশনের ক্লোন বা অবিকল সংস্করণ হবে এটি। তবে প্রত্যাশার চেয়েও নতুন ফিচার ও চমক নিয়ে এসেছে টেলিভিশনটি।

Sony 77 inch OLED TV-TechShohor

সনির নিজস্বতা নিয়েই এ১ই ওএলইডি সিরিজের এই টেলিভিশন প্রাথমিকভাবে ৭৭ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি মডেলে পাওয়া যাবে। যাতে থাকছে ফোরকে এইচডিআর প্রসেসিং সুবিধা, যা সনির উচ্চমানের অন্যান্য টেলিভিশনের মতো অভিজ্ঞতা দেবে।

শুধু নতুন ওএলইডি টেলিভিশনই নয়, এবছরের সিইএসে নতুন এক্স৯৩০ই এবং এক্স৯৪০ই এলসিডি মডেলের টেলিভিশনও বিক্রি করবে সনি। প্রথমটি ৫৫ ও ৬৫ ইঞ্চি সংস্করণে এবং দ্বিতীয়টি ৭৫ ইঞ্চি সংস্করণের।

ফোবর্স অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

আরও পড়ুন