![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যক্তিগত ব্লগিংয়ের জন্য একটা সময় বেশ জনপ্রিয় ছিল ব্লগস্পট। এখন অবশ্য ওয়ার্ডপ্রেসের দিকে ঝুঁকছেন নতুন ব্লগাররা। বিশেষ করে সহজ সরল ইন্টারফেসের জন্য এটির ব্যবহার বাড়ছে। তাই অনেকেই ব্যক্তিগত ব্লগ শুরুর ক্ষেত্রে এখন ওয়ার্ডপ্রেসকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন।
নতুনদের অনেকেই ওয়ার্ডপ্রেসে ব্লগ খুললেও সাইট টাইটেল ও ট্যাগ লাইন দিতে পারেন না। সাইট টাইটেল ওয়েবসাইট ব্রাউজারের চালু করলে উপরে প্রদর্শিত হয়। ট্যাগ লাইন হলো ওই ব্লগের পরিচিতি। কয়েকটি শব্দ দিয়ে সংক্ষেপে সাইটের সম্পর্কে একটি ধারণা দিতে ট্যাগ লাইন ব্যবহার করা হয়।
এ দুটি কাজ কিভাবে করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করতে সাইটের নাম লিখে/wp-admin লিখতে হবে। যেমন-tusin.wordpress.com/wp-admin
এরপর ড্যাশবোর্ডের প্যানেলে যেতে হবে। সেখানে গিয়ে বাম পাশে থাকা সেটিংস অপশনে ক্লিক করতে হবে।
তাহলে নতুন একটি সাব অপশন দেখা যাবে। সেখান থেকে General-এ ক্লিক করলে জেনারেল সেটিংস অপশনটি দেখা যাব। সেখানে সবার উপরে site title রয়েছে। এর ডান পাশে সাইট টাইটেলটি লিখতে হবে।
তারপর tagline-এ ক্লিক করে ট্যাগ লাইন লিখতে হবে। লেখার কাজ শেষ হলে সবার নিচে গিয়ে সেইভ বাটন ক্লিক করে এটি সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি