অনলাইনে স্বাস্থ্যসেবা দেবে অ্যাপ 'জলপাই'

Jolpie_HealthApp_Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইন ব্যবহার করে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট জলপাই ডটকম। এটা মূলত স্বাস্থ্যসেবা দিতে একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে ডাক্তার ও রোগীদের মধ্যে সংযোগ স্থাপনে।

শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অ্যাপটি উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। এসময় প্রফেসর ডা. নিয়াজ টি পারভীন, প্রফেসর ডা. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

জলপাই ডটকমের প্রতিষ্ঠানতা এবং প্রধান নির্বাহী আবু সিনা মোস্তাফা কামাল বলেন, জলপাই ডটকম একটি প্লাটফর্ম হিসেবে ব্যবহারকারীকে ডাক্তারের সঙ্গে সংযোগ স্থাপন করতে সহায়তা করবে। ব্যবহারকারীরা এর মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট, বিশেষজ্ঞ ডাক্তারের খোঁজ করা, তার রোগী দেখার স্থান, সময়, ফি সবকিছু দেখতে ও জানতে পারবেন।

Techshohor Youtube

Jolpie_HealthApp_Techshohor

তিনি জানান, ডাক্তারও দেখতে পারবেন কে কে তার রোগী হিসেবে নিবন্ধিত হয়েছেন এবং তাদের কখন সময় দেওয়া হবে তা জানাতে পারবেন।

অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা জানতে পারবেন হাসপাতালের ঠিকানা, ল্যাবরেটরি, তাদের সেবা, প্যাকেজসহ অন্যান্য সার্ভিস।

অ্যাপ উদ্বোধনের সময় শ্যাম সুন্দর সিকদার বলেন, দেশে স্বাস্থ্যসেবাকে আরও সহজ করতে হবে। এজন্য এমন প্রযুক্তি নির্ভর মাধ্যমের অনেক প্রয়োজন। দেশে যদিও এখন এই সেবার পরিমাণ বাড়ছে তারপরও আমাদের আরও বেশি পরিমাণে এবং সঠিক সেবা কম খরচে ও জটিলতা ছাড়াই দিতে হবে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি বিভাগ সবসময় তরুণ উদ্যোক্তাদের সহায়তা করে চলেছে। তারা চাইলে তাদের উদ্ভাবনী ধারণা বিভাগে জমা দিতে পারবেন। বিচারকরা যদি মনে করেন তাহলে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রফেসর ডা. হামিদুর রহমান বলেন, অনেক সময় নির্দিষ্ট জায়গায় না থাকলে রোগী দেখা কঠিন হয়ে পড়ে। তবে এমন প্রযুক্তির মাধ্যমে আমরাও এখন থেকে যেকোনো জায়গায় থেকে সেই সেবা দিতে পারবো। এমনকি এর মাধ্যমে তাদের সময় অনেক বাঁচবে বলেও জানান তিনি।

ডা. নিয়াজ টি পারভীন বলেন, প্রযিুক্ত এখন যে দিকে অগ্রহর হয়েছে তাতে সময় এসেছে এখন স্কাইপের মতো মাধ্যম ব্যবহার করে সিজারের মতো জটিল কাজ করার। বিশ্বে যে এটা হচ্ছে না তা নয়। আামদের দেশেও দেখা যাবে একসময় জলপাইয়ের মাধ্যম ব্যবহার করে এমন কাজ হচ্ছে।

গুগল প্লে স্টোরে এখন অ্যাপটি পাওয়া যাচ্ছে। এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

ইমরান হোসেন মিলন 

*

*

আরও পড়ুন