Techno Header Top and Before feature image

ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২২ শতাংশ

জামান আশরাফ, টেকশহর কনটেন্ট কাউন্সিরর : চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি ২৭ লাখ ৪২ হাজার। গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধির হার ২২ দশমিক ৩৩ শতাংশ।

বছরের এ সময়ের প্রায় পুরো অংশজুড়ে মোবাইল ফোন খাত বায়োমেট্টিক পদ্ধতির নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন জটিলতার মধ্যে কাটিয়েছে। এতে দফায় দফায় প্রতি মাসে অপারেটরগুলোর সক্রিয় সিম কমেছে। এমন পরিস্থিতিতেও মোবাইল ইন্টারনেট সংযোগ বৃদ্ধিতে বিস্মিত খোদ অপারেটরগুলোর কর্মকর্তারাও।

তারা বলছেন, ডিজিটাইজশনের পথে অগ্রসরের এটি বড় প্রমাণ। সে দিন হয়ত আর বেশি দূরে নয়, যখন দেশে ইন্টারনেট সংযোগবিহীন একটা সিমও থাকবে না।

girls-mobile-internet-techshohor

বাংলাদেশ টেলিযোগাযাগ নিয়ন্ত্রণ কমিশন বুধবার সর্বশেষ মাসিক গ্রাহক সংখ্যার হিসাব প্রকাশ করে। বিটিআরসি এ দফায় সেপ্টেম্বর পর্যন্ত সংযোগ সংখ্যার হিসাব প্রকাশ করে।

প্রকাশিত হিসাবে দেখা গেছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে নতুন ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি চার লাখ ১৬ হাজার। অথচ ২০১৪ সালের ওই সময়ে ইন্টারনেট সংযোগ বেড়েছিল মাত্র ৬৪ লাখ ৯১ হাজার।

 

বিটিআরসির হিসাব অনুসারে, সেপ্টেম্বরের শেষে মোট ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ছয় কোটি ৬৮ লাখ ৬২ হাজার। এর মধ্যে ৯৪ দশমিক ১৮ শতাংশ মোবাইল ইন্টারনেট।

শুধু সেপ্টেম্বর মাসে মোবাইল ইন্টারনেট সংযোগ ৭ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ছয় কোটি ২৯ লাখ ৬৮ হাজারে দাঁড়িয়েছে।

একই সময়ে ফিক্সড ইন্টারনেট সংযোগ বেড়ে হয়েছে ৩৭ লাখ ৯৪ হাজারে।

মোবাইল ইন্টারনেট ও ফিক্সড সংযোগের ক্ষেত্রে সাম্প্রতিক সময়গুলোতে বেশ সাফল্য আসলেও বারবার পিছিয়ে পড়ছে ওয়াইম্যাক্সের মাধ্যমে দেওয়া ইন্টারনেট সংযোগ।

টানা গ্রাহক হারাতে থাকা ওয়াইম্যাক্স অপারটরগুলোর গ্রাহক সংখ্যা আগস্ট থেকে চার হাজার কমে এখন তা এক লাখের নীচে নেমে গেছে।

*

*

আরও পড়ুন