![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে কোরশেয়ার ব্র্যান্ডের একটি গেইমিং মাউস। মাউসটি গেইম খেলার জন্য উপযোগী করেই তৈরি করা হয়েছে বলে বলছে স্মার্ট টেকনোলজিস।
এম৬৫-প্রো আরজিবি এফপিএস মডেলের মাউসটিতে অনবোর্ড মেমোরি রয়েছে। আটটি প্রোগ্রামেবল বাটন, ১২ হাজার পর্যন্ত পরিবর্তনযোগ্য ডিপিআই, ১০০০ মেগাহার্জের পোলিংরেট কন্ট্রোল সুবিধা।
এছাড়াও এই মাউসটিতে রয়েছে আরজিবি লাইটিং সুবিধা। যা কিনা কোরশেয়ার লিঙ্ক সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারী অনুযায়ী কাস্টমাইজ করা সম্ভব।
মাউসটির এডভান্সড ওয়েট টিউনিং সিস্টেম গেইমিংয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দেবে বলে বলছে প্রতিষ্ঠানটি।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম ৭ হাজার ৫০০ টাকা।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি