২০ সরকারি স্কুলে আওয়ার অব কোড

Coding-PLab_Techshohor.JPG

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বব্যাপি কোডিং প্রচারণামুলক সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শুরু হয়েছে আওয়ার অফ কোড ২০১৬। দেশে প্রচারণাটির জন্য ২০টি সরকারি বিদ্যালয়ের শিশুদের কোডিং শেখাতে কর্মশালা শুরু করেছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব এমন উদ্যোগ নিয়ে প্রধানত বাচ্চাদের কোডিং এ আগ্রহী করতে বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলেই এই প্রাধান্য দেওয়া হবে।

প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী বলেন, আমরা প্রতি বছরই এই রকম কার্যক্রম দেশের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। বিশ্বে এখন গণিত এবং বিজ্ঞান শিখার মতই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কোডিং শেখা। যা প্রাথমিক স্কুলেই হাতেখড়ি দিতে হবে।

Techshohor Youtube

Coding-PLab_Techshohor.JPG
ঢাকা, নীলফামারী, এবং দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রেনিউর ল্যাবের প্রশিক্ষকরা হাতে কলমে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার এবং কোডিং নিয়ে পাঠ দেওয়া শুরু করেছেন।

নীলফামারী ও দিনাজপুর জেলায় কার্যক্রমে সহয়তা করছে আন্তর্জাতিক এনজিও প্ল্যান ইন্টারন্যাশনাল। আয়োজনের পার্টনার হয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ফ্রি দেয়ার মাইন্ডস এবং কোডারস্ট্রাস্ট।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন