Techno Header Top and Before feature image

বাগডুমে শিওরক্যাশের পেমেন্ট সুবিধা  

SureCash-Bagdoom_Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  এখন দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট  বাগডুম থেকে পণ্য কিনে শিওরক্যাশের মাধ্যমে তার মূল্য পরিশোধ করা যাবে।

সম্প্রতি বাংলাদেশে মোবাইল পেমেন্ট প্লাটফর্ম প্রতিষ্ঠান শিওরক্যাশ ও বাগডুমের মধ্যে একটি চুক্তি হয়েছে।

SureCash-Bagdoom_Techshohor

বাগডুমের প্রধান কার্যালয় গুলশানে চুক্তিটি স্বাক্ষর অনুষ্ঠানে শিওরক্যাশের সিইও শাহাদাত খান, সিবিও আবু তালেব, এসভিপি নুর আল আতাহার এবং বাগডুমের চেয়ারম্যান শামীম আহসান, সিইও সৈয়দা কামরুন আহমেদ, সিওও মনোয়ার হোসেন খান ও সিএমও মিরাজুল হক উপস্থিত ছিলেন।

বাগডুমের সিইও সৈয়দা কামরুন আহমেদ বলেন, শিওরক্যাশের মাধ্যমে বাগডুমের পণ্য কিনে মূল্য পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করার অনেক ক্রেতারা স্বচ্ছন্দ্যে পণ্য কিনতে পারবেন। এর মধ্য দিয়ে দেশে ইপেমেন্ট সিস্টেম আরও এগিয়ে যাবে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন