Techno Header Top and Before feature image

বায়োমেট্টিকের ধাক্কা রবিতেই বেশি

mobile operator_telecom_companies_techshohor
Evaly in News page (Banner-2)

অনন্য ইসলাম, টেকশহর কনটেন্ট কাউন্সিলর : বড় মোবাইল ফোন অপারেটরগুলোর মধ্যে বায়োমেট্টিক নিবন্ধনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে রবি। এ পদ্ধতি চালুর পর থেকে অর্ধ কোটির বেশি সংযোগ কমেছে সম্প্রতি এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়া অপারেটরটি।

চালু সিমের সংযোগ কমার দিক থেকে এরপরের অবস্থানে রয়েছে বাংলালিংক। গ্রাহক সংখ্যার বিচারে শীর্ষ অপারেটর গ্রামীণফোনের সংযোগও বেশ কমেছে। কমবেশি সবগুলো অপারেটরের সংযোগ বন্ধ হয়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে এ খাতে। আট মাসে ১১ দশমিক ৯৪ শতাংশ সচল সিম সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ডিসেম্বরে নিবন্ধন প্রক্রিয়ার শুরুতে দেশে মোট সংযোগ ছিল ১৩ কোটি ৩৭ লাখ যা নিবন্ধন শেষে নেমে এসেছে  ১১ কোটি ৭৭ লাখ ৫৮ হাজারে।

mobile operator_telecom_companies_techshohor

সরকার মোবাইল ফোন সিমকে আরও নিয়ন্ত্রণের মধে আনতে ডিসেম্বর থেকে আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধনের তথ্য যাচাইয়ের পদ্ধতি বাধ্যতামূলক করে।

বিটিআরসির হিসাব বিশ্লেষণে দেখা যায়, নিবন্ধনের এ প্রক্রিয়া শুরুর সময় রবি’র কার্যকর সংযোগ ছিল দুই কোটি ৮৩ লাখ ১৭ হাজার। আট মাসে তারা ৫০ লাখ ৫৪ হাজার সংযোগ হারিয়েছে। শতাংশের হিসাবে ১৭ দশমিক ৮৫ ভাগ ।

অবশ্য গ্রাহক হারানোর বিচারে শতাংশের হিসাব ধরলে সবার আগে চলে আসবে সিটিসেলের নাম। তবে দেশের সবচেয়ে বড় এ অপারেটরট এখন হিসাবের মধ্যে নেই বললেই চলে।

সংযোগ কমার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের এ সময়ে ৩৮ লাখ ৮৮ হাজার সংযোগ কমেছে, যা মোটের ১১ দশমিক ৮৩ শতাংশ। নিবন্ধন প্রক্রিয়া শেষে তাদের কার্যকর সংযোগ আছে এখন দুই কোটি ৮৯ লাখ।

রবি’র সঙ্গে সম্প্রতি যুক্ত হওয়া এয়ারটেল ওই আট মাসে ২৭ লাখ ৬৭ হাজার সংযোগ হারিয়েছে, যা তাদের মোট সংযোগের ২৫ দশমিক ৮৪ শতাংশ। এক কোটি সাত লাখ থেকে এক ধাক্কায় অপারেটরটি নেমে এসেছে ৭৯ লাখ ৪৩ হাজারে।

রবি-এয়ারটেল যেহেতু এখন এক সঙ্গে সেবা দেবে সেই হিসেব করলে দুই অপারেটর মিলে এ সময়ে সংযোগ হারিয়েছে ৭৭ লাখ ৭১ হাজার।

মোট সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে গ্রামীণফোনের ওপর ধাক্কাটা একটু কমই লেগেছে। তারা এই সময়ে ২১ লাখ ৭২ হাজার গ্রাহক হারিয়েছে। এটা তাদের মোট গ্রাহকের ৩ দশমিক ৮৩ শতাংশ।

নিবন্ধন প্রক্রিয়ার শুরুতে এ অপারেটরের সংযোগ ছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার। সেটা এখন নেমে আসে পাঁচ কোটি ৪৫ লাখে।

রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটক হারিয়েছে ১২ লাখ ১৮ হাজার সংযোগ। এতে তাদের মোট গ্রাহক কমেছে ২৯ দশমিক ৪০ শতাংশ। অপারেটরটির হাতে এখন ২৯ লাখ ২৫ হাজার সংযোগ আছে।

সিটিসেল নিবন্ধন প্রক্রিয়ার শুরুতে ১০ লাখ সাত হাজার সংযোগ দেখালেও পরে তা এক লাখ ৪২ হাজারে নেমে এসেছে।

*

*

আরও পড়ুন