![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়তে উদ্ভাবনের খোঁজে আয়োজিত প্রতিযোগিতার সেরা হয়েছে দূরবীণ, স্পার্কস ও অ্যাপ ফ্লেকস।
তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জনবহুল ঢাকা শহরের সম্পদ ব্যবস্থাপনা ও নাগরিক জীবনকে সহজ করতে কার্যকর ধারণার খোঁজে ৩৬ ঘন্টার হ্যাকাথনের আয়োজন করে প্রেনিউর ল্যাব ও হোয়াইট বোর্ড।
এই প্রতিযোগিতায় নিজ নিজ উদ্ভাবনে সেরা বিবেচিত হয় দলগুলো । এতে চ্যাম্পিয়ন হয় দূরবীন, প্রথম রানার আপ স্পার্কস এবং দ্বিতীয় রানার আপ অ্যাপ ফ্লেকস।
রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে ‘স্মার্ট সিটি হ্যাকাথন’ নামের অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় মোট ৩০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন ও সর্বনিম্ন ২ জন সদস্য ছিলেন । দলগুলো এই সময়ে তাদের উদ্ভাবনী ধারণাটিকে সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের আকারে উপস্থাপন করে।
শুক্রবার অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপি’র ডিরেক্টর জন টেইলর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার মেদহাত এল হোসাইনী, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং প্রিনিউর ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নিজামী।
আল-আমীন দেওয়ান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি