vivo Y16 Project

কল সেন্টারে চাকরি পেল ৩০১ শিক্ষার্থী

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কল সেন্টারে চাকরি পেলেন ৩০১ জন শিক্ষার্থী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) দ্বিতীয় বিপিও সম্মেলন-২০১৬  উপলক্ষ্যে এই নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল।

বাক্য সদস্য ৮টি কোম্পানিতে এই চাকরি দেয়া হয়েছে।

এর মধ্যে ডিজিকন সার্ভিস লিমিটেড নিয়োগ দিয়েছে ৮৫ জন শিক্ষার্থীকে, ফিফো টেক ৩০ জন, জেনেক্স ইনফোসিসি লিমিটেড ৪৬ জন, হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশনস ১৫ জন, ইম্পেল সর্ভিস অ্যান্ড সলিউশন লিমিটেড (আইএসএসএল) ৩০ জন, সার্ভিস সলিউসন্স লিমিটেড ৪০, মাই আউটসোর্সিং লিমিটেড ২৫, ভার্গো কন্টাক্ট সেন্টার সার্ভিস লিমিটেড ৩০ জন।

Techshohor Youtube

ওই সম্মেলনের আগে দেশব্যাপী ৩০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করে এবং বিক্রয় ডটকমের মাধ্যমে জব সার্কুলার দিয়ে ৫ হাজারের বেশি সিভি নেয়া হয়েছিল।

call-center

এর আগে ২০১৫ সালে প্রথম বিপিও সম্মেলন হতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন ২৩৫ শিক্ষার্থী।

বিপিও খাতের উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও ব্যবসা দ্রুত বাড়ছে। বর্তমানে দেশের বাজার মূল্য ১৮০ মিলিয়ন ডলার।

এ খাতটিতে ভারত, শ্রীলংকা ও ফিলিপাইন বিপিও সেক্টরে সবচেয়ে ভালো করেছে।

বিপিও সেক্টরে সারা বিশ্বের ৬০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত ১০০ বিলিয়ন, ফিলিপাইন ১৬ বিলিয়ন এবং শ্রীলংকা ২ বিলিয়ন ডলার আয় করছে।

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে এই খাতে ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।

আল-আমীন দেওয়ান

*

*

আরও পড়ুন

vivo Y16 Project