![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের সবচেয়ে মর্যদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম-আইসিপিসির ঢাকা পর্বের আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ নভেম্বর।
রাজধানীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবার আয়োজনটি করবে।
তবে প্রতিযোগিতার জন্য অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে ২৪ অক্টোবর থেকে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে প্রতিযোগিতার জন্য ছয় হাজার টাকা ফি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
চলতি বছর এক হাজার ৬৬৫টি দল প্রাক নির্বাচনীতে অনলাইন প্রতিযোগিতার জন্য নিবন্ধন করে। নিবন্ধনকৃত তালিকার মধ্যে ৮১টি প্রতিষ্ঠানের এক হাজার ৫৬৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় গত বছর ৭৫টি প্রতিষ্ঠানের ৯৮৫টি দল অংশ নিয়েছিল।
তবে এবার অনলাইন প্রতিযোগিতার জন্য প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক মেয়ে অংশ নিয়েছে বলে জানা গেছে।
প্রতিযোগিতায় লড়তে ১২৯টি দলে মেয়েরা অংশ নিতে নিবন্ধন করেছে। তবে এর মধ্য থেকে মূল প্রতিযোগিতায় ১২৫টি দল অংশ নেবে।
১৯৯৮ সাল থেকে এসিএম-আইসিপিসির মূল পর্বে বাংলাদেশ নিয়মিত অংশ নিয়ে আসছে। গত বছরের প্রতিযোগিতায়ও বাংলাদেশ থেকে তিনটি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পর্বে অংশ নেয় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক ভালো ফল করে। এবারও আঞ্চলিক পর্বের বিজয়ী দলগুলো যুক্তরাষ্ট্রে সাউথ ডাকোটায় আগামী ২০ থেকে ২৫ মে চূড়ান্ত পর্বে অংশ নেবে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি