![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইটের পোষ্ট সহজে ব্যাকআপ রাখা যায় ওয়ার্ডপ্রেসে। কিভাবে এই কাজটি কয়েক ক্লিকে করতে হয় তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হয়েছিলো। এই ব্যাকআপ ফাইলটি চাইলে নতুন যে কোন ওয়ার্ডপ্রেস সাইটে আপলোড করা যায়। কোন প্রোগ্রামিং বা বড় ধরনের ঝামেলা ছাড়াই।
ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ যেভাবে আপলোড করতে হয় তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে সাইটের এডমিন প্যানেলে ঢুকে ড্যাশবোর্ডের বাম পাশে থাকা অপশনগুলো থেকে ‘tools’-এ ক্লিক করতে হবে।
এরপর যেখানে থেকে ‘import’-এ ক্লিক করতে হবে। নতুন একটি পেইজ চালু হবে।
তারপর সেখান থেকে ওয়ার্ডপ্রেস থেকে নিচে থাকা ‘Run Importer’ বাটন ক্লিক করতে হবে।
কিছুসময় পরে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘choose file’ অপশনটিতে ক্লিক করে কম্পিউটার থেকে পূর্বের ব্যাকআপকৃত ফাইলটি নিবার্চন করতে হবে।
এরপর ‘upload file and import’ ফাইলটিতে ক্লিক করতে হবে। কিছু সময় লাগবে ফাইলটি আপলোড হতে। কত সময় লাগবে তা নির্ভর করে ইন্টারনেট গতি ও ব্যাকআপ ফাইলের সাইজের উপর।
আপলোডের কাজটি শেষ হলেও নোটিফিকেশন দেখাবে যে আপলোড প্রক্রিয়া শেষ হয়েছে। এভাবেই সহজেই যে কোন সাইটের ব্যাকআপ অন্য সাইটে আপলোড করা যায়।
আরও পড়ুন:
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি