![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়েবসাইট বা ব্যক্তিগত ব্লগ সাইটের জন্য ওয়ার্ডপ্রেস এখন বেশ জনপ্রিয় একটি সিএমএস। সহজেই ওয়ার্ডপ্রেসের নানা থিম ও প্লাগইন ব্যবহার করে সুন্দরভাবে বানিয়ে ফেলা যায় যে কোনো ওয়েবসাইট। তবে কখনও কোনো দুর্ঘটনায় হারিয়ে যেতে পারে সাইটের পোষ্টগুলো। এগুলো যাতে হারিয়ে না যায় সে জন্য ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নিতে রাখতে হয়।
কিভাবে সাইটের পোস্টের ব্যাকআপ নিতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে সাইটের এডমিন প্যানেলে ঢুকে ড্যাশবোর্ডের বাম পাশে থাকা অপশনগুলো থেকে ‘tools’-এ ক্লিক করতে হবে।
এরপর যেখানে থেকে ‘export’-এ ক্লিক করতে হবে। নতুন একটি পেইজ চালু হবে।
সেখান থেকে ওয়ার্ডপ্রেসের কোন ধরনের পোস্টগুলো ব্যাকআপ নিতে চান সেগুলো নিবার্চন করতে হবে। এতে পোস্ট, পেইজ ও মিডিয়া- এ তিন অপশন রয়েছে।
এ ছাড়া সম্পূর্ণ বা সবগুলো পোস্ট ব্যাকআপ নিতে রয়েছে ‘All content’ অপশন।
যে অংশটুকু ব্যাকআপ নিতে হবে সেটি নির্বাচন করে ‘download export file’ বাটনে ক্লিক করতে হবে।
তাহলে সাইটের ব্যাকআপ ফাইলটি ডাউনলোড শুরু হবে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি