![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হাতে একটা স্মার্টফোন থাকলে এখন আর কোনো কিছু টুকে রাখতে বা কাজের সূচী মনে রাখতে নোটবই ব্যবহার করতে হয় না। স্মার্টফোনে বিভিন্ন উপায়েই নোট রাখা যায়। তবে এখন অ্যাপের উপরই ভরসা করেন সবাই। এমন অনেক অ্যাপের মধ্যে বেশ কাজের কালারনোট।
কালারনোট ব্যবহার করে দ্রুত ও সহজে নোট, বার্তা, শপিং লিস্ট, কাজের তালিকা সংরক্ষণ করা যাবে।
অন্য নোট অ্যাপ থেকে এটির ইন্টারফেস বেশ সহজ ও সাধারণ হওয়ার কারণে যে কোনো ব্যবহারকারী এটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:
১. অ্যাপটিতে রয়েছে পছন্দমতো রঙয়ে নোট রাখার উপায়।
২. স্টিকি নোট রাখার জন্য রয়েছে উইজেট। ফলে ফোনের হোমে স্ক্রিনশট নোট স্টিকি করে রাখা যাবে।
৩. এতে রয়েছে চেকলিস্ট আকারে টুডু লিস্ট তৈরির সুবিধা। ফলে সহজেই কোনো কাজ শেষ হলে তা মার্ক করা যাবে।
৪. ক্যালেন্ডার অনুযায়ী অ্যাপটি ব্যবহার করে ডায়েরি আকারে লেখা সংরক্ষণ করা যাবে।
৫. নোটগুলো এসডি কার্ডে ব্যাকআপ রাখা যাবে ।
৬. চাইলে অনলাইনেও সিনক্রোনাইজ করে রাখা যাবে নোট।
৭. অনেকগুলো নোট থাকলে তা সহজে খুঁজে বের করার জন্য রয়েছে উন্নত সার্চ সুবিধা।
অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি