![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে ক্যাসপারেস্কি অ্যান্টিভাইরাসের ২০১৭ সংস্করণ অবমুক্ত করেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ক্যাস্পারেস্কি ল্যাব।
নতুন সংস্করণে ক্যাসপারেস্কিতে নিরাপত্তা বুদ্ধিমত্তার পরিচয় ঘটানো হয়েছে বলে বলছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়িক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন সংস্করণ প্রচলিত সিকিউরিটি সফটওয়্যার থেকে ভিন্ন। দেশের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বলয় তৈরিতে অবদান রাখতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।
দেশের অর্থনৈতিক সেবা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠানে দেশে ক্যসপারেস্কি ল্যাবের পরিবেশক এক্সট্রাক্টস তাদের পরিকল্পনা উপস্থাপন করে। একই সঙ্গে তারা দেশে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার উপর জোরারোপ করে।
ইমরান হোসেন মিলন