![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আপনার পায়ের স্নিকারেই মোবাইল চার্জ হবে। তৈরি করা যাবে ওয়াই-ফাই হটস্পট। দেখতে পারবেন গান অথবা মুভি। ভাবতে অবাক লাগছে তাই না?
সত্যি, এমনটাই করেছে ভার্জিন আমেরিকা। ব্র্যান্ড এজেন্সি ইলেভেন ইনকর্পোরেটেড একটি একটি স্নিকার তৈরি করেছে। ভার্জিন আমেরিকা ফাস্ট ক্লাস সু নামের এই স্নিকারে ওয়াই-ফাই হটস্পট সুবিধা রয়েছে।
সবসময়ের প্রয়োজনীয় গ্যাজেট মোবাইল চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি চার্জিং পোর্ট। ক্লান্ত শরীরে বিশ্রাম নেওয়ার সময় বসে গান বা মুভি দেখার জন্য রয়েছে একটি ভিডিও ডিসপ্লে। তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে এই স্নিকার। এছাড়া ইন-ফ্লাইট অভিজ্ঞতার জন্য রয়েছে সিটবেল্ট বাকেল।
আপাতভাবে একজোড়াই তৈরি করেছে এজেন্সিটি। দাম শুনলে অনেকটা আকাশ থেকে পড়তে হবে। যদিও নিলামের মাধ্যমে দাম নির্ধারণ হবে। ইবেতে বর্তমানে স্নিকারটির দাম হাঁকা হয়েছে ৭ হাজার ৯০০ ডলার।
তবে একজোড়া ও এতোটা দামের পিছনে কারণও রয়েছে। কারণ এই অর্থ সোলসফরসোলস নামের একটি দাতব্য সংস্থাকে প্রদান করা হবে। সংস্থাটি গরিবদের মাঝে পোশাক ও জুতা দান করে থাকে।
ম্যাশেবল অবলম্বনে রুদ্র মাহমুদ