![]() |
তুহিন মাহমুদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়েবসাইট তৈরি করে সেটি বিক্রির মাধ্যমে আয় করার ঘটনা কম নয়। ঠিক তেমনিভাবে ডোমেইন নেইম কিনে সেটি অনেক বেশি দামে বিক্রির ঘটনাও রয়েছে ভুরিভুরি। বর্তমানে চাহিদা আছে অথবা ভবিষৎ-এ চাহিদা তৈরি হবে এমন ডোমেইন কিনে রাখেন। তারপর ডোমেইন ও ওয়েবসাইট বিক্রির বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে রাখেন। পরে চড়া দাম পেলে সেটি বিক্রি করে দেন।
২০১৪ সাল পর্যন্ত অসংখ্য ডোমেইন স্বল্প দামে কিনে পরে বেশি দামে বিক্রি হয়েছে। তবে বেশি দামে বিক্রি হওয়া ডোমেইনের তালিকায় রয়েছে প্রায় সকলের পরিচিত ডোমেইনগুলো। এগুলোর বেশিরভাগই একটি শব্দের ও ডটকম প্রিফিক্সের, যার হাই সিপিসি রয়েছে।
এখন পর্যন্ত বেশি দামে বিক্রি হওয়া ২০ ডোমেইনের টুকিটাকি নিয়ে এ প্রতিবেদন।
ভ্যাকেশনরেন্টালস ডটকম
২০০৭ সালে এই ডোমেইন নেইমটি ৩৫০ লাখ ডলারে বিক্রি হয়। এখন পর্যন্ত এটি সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ডোমেইন। হোমওয়ের প্রতিষ্ঠাতা ব্রিয়ান সার্পলেস ডোমেইনটি কেনেন।
প্রাইভেটজেট ডটকম
২০১২ সালে বিক্রি হওয়া এই ডোমেইনটি সবচেয়ে বেশি দামে বিক্রির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। ডোমেইনটি প্রায় ৩০২ লাখ ডলারে বিক্রি হয়।
ইনশিউর ডটকম
২০০৯ সালে বিক্রি হওয়া এই ডোমেইনটি টানা ৩ বছর ধরে সবচেয়ে দামি ডোমেইনের দ্বিতীয় অবস্থানে ছিলো। এটি ১৬০ লাখ ডলারে বিক্রি হয়। ২০১২ সালে প্রাইভেটেজট ডটকম ইনশিউর ডটকমকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে।
সেক্স ডটকম
পর্ণো ইন্ড্রাস্ট্রিকে এটিই ছিল প্রথম কোনো ডিল। ২০১০ সালের অক্টোবরে ১৪০ লাখ ডলারে ডোমেইনটি বিক্রি হয়। এটি একটি পরিচিত ডোমেইন। সকল সার্চ ইঞ্জিনে এটি সবথেকে বেশি সার্চ করা শব্দগুলোর তালিকায় রয়েছে।
হোটেলস ডটকম
২০০১ সালে ডোমেইনটি ১১০ লাখ ডলারে বিক্রি হয়। যদিও ডোমেইনটির নতুন মালিক ঠিক কতো দামে এটি কিনেছেন সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষনা দেননি।
ফান্ড ডটকম
২০০৮ সালে ৯৯ লাখ ডলারে এই ডোমেইনটি বিক্রি হয়। এটি মূলত আর্থিক সেবাদানের জন্য কেনা হয়। যদিও বর্তমানে ডোমেইনটি চালু নেই। আগামীতে ডোমেইনটি পুনরায় বেশি দামে বিক্রি করার জন্য সাইটটি বন্ধ রাখা হয়েছে বলে মনে করছেন অনেকেই।
পর্ণ ডটকম
পর্ণ ইন্ড্রাস্ট্রির বেশি দামে বিক্রি হওয়া ডোমেইনের তালিকায় পর্ণ ডটকম রয়েছে। ২০০৭ সালে ৯৫ লাখ ডলারে ডোমেইনটি বিক্রি হয়। কোনো এই ওয়েবসাইটটি এতো ভালো করছে এবং নতুন মালিক কেনো এতো বেশি দামে ডোমেইনটি কিনলেন সেটি সকলেই বোধগম্য।
এফবি ডটকম
এই ডোমেইনটি আগে ‘আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন’ এর ছিলো। পরবর্তীতে ফেইসবুক তাদের সংক্ষিপ্ত আকারে ডোমেইন নেওয়ার জন্য এই ডোমেইনটি কেনার প্রয়োজন বোধ করে। ২০১০ সালে ৮৫ লাখ ডলারে ডোমেইনটি কিনে নেয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইটটি। বর্তমানে ডোমেইনটি ফেইসবুক ডটকমে রিডাইরেক্ট করা। এতো বেশি দামে কিনলেও বাণিজ্যিকভাবে ডোমেইনটি অনেক কাজে দিয়েছে ফেইসবুকের।
বিজনেস ডটকম
১৯৯৯ সালের ডিসেম্বরে ৭৫ লাখ ডলারে এই ডোমেইনটি বিক্রি হয়। এটি প্রায় ৭ বছর ধরে তার অবস্থান ধরে রেখেছিল। তালিকার পরবর্তী ডোমেইন বিক্রিতে যৌথভাবে একই অবস্থান নেয় বিজনেস ডটকম ও ডায়মন্ড ডটকম।
ডায়মন্ড ডটকম
২০০৬ সালে ৭৫ লাখ ডলারে এই ডোমেইনটি বিক্রি হয়। এটি অনলাইনে ডায়মন্ড বিক্রির ওয়েবসাইট হিসেবে এখনও চালু রয়েছে। এতো বেশি দামে ডোমেইনটি কেনার কারণ সকলেরই জানা। কারণ তিনি এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি বস্তু বিক্রির মাধ্যমে আয় করছেন।
বিয়ার ডটকম
২০০৪ সালে ৭০ লাখ ডলারে ডোমেইনটি বিক্রি হয়। বর্তমানে সাইটটি পুনরায় বিক্রির চেষ্টা চালাচ্ছে এর মালিক।
ইসরায়েল ডটকম
২০০৮ সালে প্রায় ৫৯ লাখ ডলারে ডোমেইনটি বিক্রি হয়। এই সাইটটিতে খুব বেশি তথ্য নেই। তবে গুগল সার্চে এটি খুঁজে পাওয়া যায় সহজেই।
ক্যাসিনো ডটকম
২০০৫ সালে ম্যানশন লিমিটেড অব জিবরাল্টার এই ডোমেইনটি কেনে। ৫৫ লাখ ডলারে কেনা এই ডোমেইনটি মালিককে এখন অনেক বেশিই আয় করার সুযোগ দিয়েছে।
স্লটস ডটকম
২০১০ সালে ৫৫ লাখ ডলারে এই ডোমেইনটি কিনে নেন রাশিয়ার অনলাইন গেমিং সাইট বোডগ। পরবর্তীতে স্লটস ডটকমকেও একটি গেইম সাইট হিসেবে ব্যবহার করা হয়।
অ্যাজসিনঅনটিভি ডটকম
প্রতিরক্ষার কাজে ব্যবহারের জন্য এটিই বেশি দামে বিক্রি হওয়া ডোমেইন। ২০০০ সালে ৫১ লাখ ডলারে এলএ গ্রুপ এই ডোমেইনটি কিনে নেয়।
টয়স ডটকম
২০০৯ সালে ৫১ লাখ ডলারে ডোমেইনটি বিক্রি হয়। আমেরিকান মার্কেট লিডার টয়সআরইউএস ডোমেইনটি কিনেছিলো।
কোরিয়া ডটকম
দেশের নাম হিসেবে বিক্রি হওয়া সবচেয়ে দামি ডোমেইনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোরিয়া ডটকম। ২০০৪ সালে ৫০ লাখ ডলারে কোরিয়া ডটকম কমিউনিকেশন এই ডোমেইনটি কিনে নেয়।
এসইও ডটকম
২০০৭ সালে বায়ডোমেইনের মালিক মাইকেল মান প্রায় ৫০ লাখ ডলারে এই ডোমেইনটি কিনে নেন। মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব বুঝেই তিনি এই ডোমেইনটি কিনেছিলেন। এজন্য তিনি তার আগের কোম্পানি বিক্রি করে দেন এবং এসইও ডটকমে বিনিয়োগ করেন।
ক্লথেস ডটকম
২০০৮ সালে ৪৯ লাখ ডলারে জ্যাপ্পো এই ডোমেইনটি কিনে নেয়। বর্তমানে ডোমেইনটি অনলাইন কাপড়-চোপড় কেনাবেচার সাইট জ্যাপ্পোস ডটকমে রিডাইরেক্ট করা।
আইক্লাউড ডটকম
২০১১ সালে অ্যাপল ৪৫ লাখ ডলারে ডোমেইনটি কিনে নেয়। আইফোন ডটকম কেনার পর থেকেই অ্যাপল বিশ্বের আই-ডোমেইনগুলো কিনে চলেছে। তারই ধারাবাহিকতায় আইক্লাউড ডোমেইনটি কেনে বিশ্বের শীর্ষ এই প্রযুক্তি প্রতিষ্ঠান।