![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলার পথে অনেক রাস্তায় সমস্যা থাকে, তখন যাতায়ত করতে ঝামেলা পোহাতে হয়। যদি যাত্রার আগে জানা যায় যে গন্তব্যে যাওয়া হচ্ছে তাতে কোনো খারাপ বা ভাঙ্গা রাস্তা রয়েছে কিনা। তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।
বিষয়টি একটু কঠিন হলেও স্মার্টফোনের এই সময়ে অ্যাপের মাধ্যমেই তেমন তথ্য জানা যাবে। শুনে অবাক হতেই পারেন। তবে তেমনই একটি অ্যাপ্লিকেশন হলো ‘আমাদের রাস্তা’। অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে দেশীয় অ্যাপের মার্কেটপ্লেস অ্যাপবাজার।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার
অ্যাপটি চালু করলে ম্যাপে দেখা যাবে। ৫০ কিলোমিটারের ভিতরে অন্যান্য ব্যবহারকারীর পাঠানো রিপোর্ট থেকে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন চলতি পথে কোথায় রাস্তার বর্তমান অবস্থা কি। যা নিরাপদ ভ্রমণের জন্য অনেক সহায়ক হবে।
সাধারণ ব্যবহারকারী তার হাতের স্মার্টফোন দিয়ে ভাঙা রাস্তা, ব্রিজ, দুর্ঘটনার একটি ভিডিও এবং দুটি ছবি নিয়ে সার্ভারে পাঠাতে পারবেন।
আমাদের রাস্তা অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে রাস্তার পজিশন নিয়ে নেবে যাতে ব্যবহারকারী লোকেশন বদলাতে না পারে।
সার্ভার অ্যাডমিন ব্যবহারকারীর রিপোর্ট দেখবে এবং তথ্য সঠিক থাকলে অনুমোদন করবে যেটা আবার একটা পাবলিক ওয়েবসাইট দেখাবে|
ব্যবহারকারী একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবে তার পাঠানো তথ্যের বর্তমান অবস্থা জানার জন্য।
অ্যাপটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।
অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি