বাজারে এইচপির চারটি নতুন মডেলের ল্যাপটপ

HP 15 Laptop-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচপি ব্রান্ডের চারটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

মডেলগুলো এইচপি-১৪-এএম০০৭টিইউ, এইচপি ১৫-এওয়াই০৩১টিইউ, এইচপি ২৪০ জি৪ এবং এইচপি ২৫০ জি৪।

একই কনফিগারেশনের এই ল্যাপটপগুলোতে রয়েছে ইন্টেল পঞ্চম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর, চার জিবি ডিডিআরথ্রি র‌্যাম এবং এক টেরাবাইট হার্ডড্রাইভ।

Techshohor Youtube

HP 15 Laptop-Techshohor
১৪ দশমিক এক ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে এবং সুপার মাল্টি ডিভিডি রয়েছে মডেলগুলোতে।

তবে দামের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে চারটি মডেলে। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপগুলোর দাম এইচপি-১৪-এএম০০৭টিইউ, এইচপি ১৫-এওয়াই০৩১টিইউ মডেলের ৩৩ হাজার টাকা এবং এইচপি ২৪০ জি৪ ও এইচপি ২৫০ জি৪ মডেলের দাম ৩৩ হাজার ৫০০ টাকা।

বিস্তারিত জানা যাবে ০১৭৩০৩১৭৭২১ নম্বরে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন