দেশে অফিস খুললো গিগাবাইট

Gigabyte Bangladesh-open-odice-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বখ্যাত কম্পিউটার কম্পোনেন্ট প্রস্তুতকারক ব্র্যান্ড গিগাবাইট বাংলাদেশে তাদের শাখা অফিস খুলেছে। মিরপুরের রোকেয়া স্মরণীতে গিগাবাইটের এই অফিসের যাত্রা শুরু হলো।

বাংলাদেশে অফিস উদ্বোধনীতে স্থানীয় পরিবেশক এবং বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে।

Gigabyte Bangladesh-open-odice-Techshohor
গিগাবাইটের রিজিওনাল প্রধান এলান সু অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কেটে অফিসের যাত্রা ঘোষণা দেন। বাংলাদেশে গিগাবাইটের শাখা প্রধান করা হয়েছে খাজা মো. আনাস খানকে।

Techshohor Youtube

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর পরিচালক জাফর আহমেদ এবং মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজনসহ আরও অনেকে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন