Header Top

ব্ল্যাকবেরি ফোন ‘মৃত’ ঘোষনা

BlackBerry-Priv
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কিছুদিন আগেই শোনা যাচ্ছিলো, ব্ল্যাকবেরি তাদের হার্ডওয়্যার ডিভিশন বন্ধ করতে যাচ্ছে। গুজবই সত্যি হলো। অফিসিয়ালভাবে জানানো হলো, এখন থেকে হার্ডওয়্যার তৈরিতে আউটসোসিং করবে কানাডার এই কোম্পানি।

ব্ল্যাকবেরি আবারও লোকসান করেছে এবং আয় অনেকাংশে কমে গেছে বলে বুধবার ঘোষনা করা হয়।

BlackBerry-Priv

কোম্পানিটি আরও জানিয়েছে আগামী ১ অক্টোবর থেকে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেমস ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যহতি নিচ্ছেন। সাবেক সাইবেস নির্বাহী স্টিভেন কাপেলি তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

ঘোষনা অনুযায়ী কোম্পানির মোট লোকসানের পরিমান ৩৭২ মিলিয়ন ডলার বা শেয়ার প্রতি ৭১ সেন্ট। অথচ এক বছর আগে ব্ল্যাকবেরির লাভের পরিমান ছিলো ৫১ মিলিয়ন ডলার বা শেয়ার প্রতি ২৪ সেন্ট। তখন মোট আয় ছিলো ৪৯০ মিলিয়ন ডলার।

ঘোষনা অনুযায়ী, পরবর্তীতে কোম্পানির কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি হলেও সেটি অন্য নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে করানো হবে। এর মাধ্যমে এক সময়ের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ও ব্ল্যাকরেরির প্রধান ব্যবসা মৃত বলে ঘোঘিত হলো।

টিওই অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

আরও পড়ুন