পুরনো ল্যাপটপে ওয়ারেন্টি!

Device Mama-Old Laptop-warentee-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেক ডিভাইস বিক্রেতা প্রতিষ্ঠান ডিভাইস মামা ব্যবহার করা ল্যাপটপে ওয়ারেন্টি দিয়ে বিক্রি করছে। দেশে প্রথমবারের মতো এমন সুবিধা দিচ্ছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেডের এই অঙ্গ প্রতিষ্ঠান।

ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী ৩ থেকে ৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে। ওয়ারেন্টির আওতায় রয়েছে সকল পার্টস ও সার্ভিস।

Device Mama-Old Laptop-warentee-Techshohor
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকর্ষণীয় মূল্য এবং ওয়ারেন্টি থাকায় সাধারণ ব্যবহারকারীর পাশাপাশি অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ব্যবহৃত ল্যাপটপ কিনছে।

Techshohor Youtube

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ভিজিট করে চলতি স্টকের ছবি, কনফিগারেশন ও হালনাগাত মূল্য পাওয়া যাবে।

ইমরান হোসেন মিলন

*

*