কমিউনিটি বাড়াতে ইউসি ব্রাউজারের ক্যাম্পাস অ্যাম্বাসেডর

Uc-cumpus-ambasedor-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের জনপ্রিয় ব্রাউজার ইউসি দেশে তাদের প্রচারণা ও কমিউটনিটি তৈরি করতে ক্যাম্পাস পর্যায়ে কাজ শুরু করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠানটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নির্বাচন করার কাজ শুরু করেছে।

এজন্য ইতোমধ্যে প্রতিষ্ঠানটি আগ্রহীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করেছে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই জীবন বৃত্তান্ত জমা দেওয়া যাবে।

Uc-cumpus-ambasedor-techshohor
মূলত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি করে অভ্যন্তরীণ কমিটি করে ইউসি তাদের কমিউনিটিকে বাড়াতে চাইছে। এছাড়াও সবগুলো দল নিয়ে থাকবে একটি জাতীয় কমিউনিটি। আর এজন্য অ্যাম্বাসেডর নির্বাচন করে তাদের মাধ্যমে দল গঠন করার কাজ শুরু করেছে ইউসি।

Techshohor Youtube

এজন্য অবশ্য ইউসি বছরে দু’একবার করে ইন্টারনেট বিষয়ক কর্মশালা, ক্যারিয়ার বিষয়ক আলোচনা কিংবা ফান ইভেন্ট আয়োজন করবে। প্রতিবছর সেরা কমিউনিটি নির্বাচন করে পুরস্কারও দেবে ইউসি।

এই ঠিকানায় গিয়ে আগ্রহীরা তাদের সিভি জমা দিতে পারবেন এবং ইভেন্ট নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন