লেনোভো ব্র্যান্ড উইকে ছাড়ের পাশাপাশি উপহার

Com Village 1

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা ও চট্টগ্রামের কম্পিউটার ভিলেজে চলছে লেনোভো পণ্যের উপর বিশেষ ছাড় ‘লেনোভো ব্র্যান্ড উইক’।

আগামী শনিবার পর্যন্ত এই শাখাগুলো থেকে লেনোভোর পণ্যে বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্য্যান্ড।

Com Village 1
গ্লোবাল ব্র্যান্ড এবং কম্পিউটার ভিলেজের যৌথ উদ্যোগে লেনোভো ব্র্যান্ড উইকে সর্বশেষ বাজারে আসা লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ, ব্র্যান্ড পিসি, ট্যাবসহ সব ধরনের প্রযুক্তিপণ্য পাওয়া যাচ্ছে।

Techshohor Youtube

ছাড়ের পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে থাকছে পান্ডা গ্লোবাল প্রোটেকশন ও স্পিকার। গত ২৭ আগস্ট শুরু হয়েছে এই ব্র্যান্ড উইক।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন