Techno Header Top and Before feature image

জাপানে পোকেমন খেলুড়ে চালকের গাড়ির ধাক্কায় নারী নিহত

pokemon go-TechShohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জাপানের পুলিশ জানিয়েছে, রাজধানী টোকিওতে পোকেমন গো খেলুড়ে চালকের গাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

৩৯ বছর বয়স্ক ওই চালক মঙ্গলবার তোকুশিমা শহরে দুজন পথচারী নারীকে ধাক্কা দিলে তারা আহত হন। পরে একজন মারা যান। অপর গুরুতর আহত নারীকে পরে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চালক স্বীকার করেছেন তিনি রাস্তায় সতর্ক দৃষ্টি দিচ্ছিলেন না।

pokemon go-TechShohor
এর আগে কয়েকটি দেশে পোকেমন গো নিয়ে বেশ কিছু দুর্ঘটনার খবর জানা গেলেও গেইমটির নির্মাতা দেশ হিসেবে জাপানে এটাই প্রথম কোনো দুর্ঘটনা বলে জানিয়েছে সেদেশের পুলিশ।

বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পোকেমন গো নির্মাতা প্রতিষ্ঠান নিয়নটিক নিহতের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছে। একই সঙ্গে চলন্ত অবস্থায় কেউ স্মার্টফোন অ্যাপে সনাক্ত হলে তাকেও সতর্ক করা হয় বলেও জানায় প্রতিষ্ঠানটি।

তবে গেইমটি নিয়ে বেশ উন্মাদনা সৃষ্টি হওয়ায় বিশ্বের অনেক ঐতিহাসিক নিদর্শন ও স্পর্শকাতর স্থানে খেলাটি নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসি বাংলা অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন