![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এসএস১২ কোড-এ থোন চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘গ্রিন স্পার্ক’ দল চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নাইট টেনিমেন্ট’ প্রথম রানার আপ হয়েছে।
এছাড়াও মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘এমআইএসটি অ্যাপ টেক’ দ্বিতীয় রানার আপ হয়েছে। প্রতিযোগীতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল অংশগ্রহণ করে।চ্যাম্পিয়ন গ্রিন স্পার্ক দল ভারতে অনুষ্ঠিত চূড়ান্তপর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিযোগিতায় উৎসাহ দিতে ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম সমাপণী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইইইই বাংলাদেশ পর্বের চেয়ারপারসন প্রফেসর ড. শেখ আনওয়ারুল ফাত্তাহ, প্রতিযোগিতা অনুষ্ঠান সমন্বয়ক ও ওমেন ইন ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক সভাপতি ড. সেলিয়া শাহনাজ, ডিআইইউ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. প্রান কানাই সাহা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কাজী দ্বীন মোহাম্মদ খসরু বক্তব্য রাখেন।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি