ইউল্যাবে প্রোগ্রামিং ও নেটওয়ার্কিং কর্মশালা

CSE_ULAB_TECHSHOHOR

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) অনুষ্ঠিত হয়েছে বেসিক কম্পিউটার প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিং কর্মশালা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব কর্মশালাটির আয়োজন করেছিল।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী এম এ নকিব, ইয়াসিন চৌধুরি এবং কৌশিক শর্মা।
চার ঘণ্টার কর্মশালাটিতে শিক্ষার্থীদের কম্পিউটারের বেসিক, ট্রাবল শুটিং, প্রোগ্রামিং ছাড়াও নেটওয়ার্কিং নিয়ে প্র্যালকটিক্যাল ধারণা দেওয়া হয়।

Techshohor Youtube

CSE_ULAB_TECHSHOHOR
কর্মশালাটি মুলত মাইক্রোসফটের নির্বাচিত স্টুডেন্টস পার্টনারদের ছিল।

এখানে শিক্ষার্থীরা কিভাবে মাইক্রোসফট ব্যবহার করবে সে কথা বলেন মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার লিড এম এ নকিব।

কর্মশালার শেষে শিক্ষার্থীদের সনদ তুলে দেন কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের উপদেষ্টা সৌগত বোস।

ভবিষ্যতে মাইক্রোসফটের সঙ্গে ইউল্যাব সিএসই বিভাগ আরও কাজ করবে বলে জানান সৌগত বোস।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন