![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পুঁজি বাজারে বিনিয়োগকৃত অর্থের সর্বোচ্চ মুনাফা বৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনায় মার্চেন্ট ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে কম্পিউটার সোর্সের সহযোগী প্রতিষ্ঠান ‘কম্পিউটার সোর্স ইনফোটেক’।
ইনফোটেকের তৈরি করা সেই অ্যাপ্লিকেশন ব্যবহার করবে পুঁজি বাজারে অন্যতম লগ্নিকারী প্রতিষ্ঠান লংকা বাংলা ইনভেস্টমেন্ট।
ইতোমধ্যে প্রতিষ্ঠান দুটি অ্যাপ্লিকেশনটির ব্যবহার নিয়ে চুক্তিও করেছে। রাজধানীর মতিঝিলে লংকা বাংলা ইনভেস্টমেন্ট কার্যালয়ে চুক্তিটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে কম্পিউটার সোর্স পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন, কম্পিউটার সোর্স ইনফোটেক পরিচালক (অ্যাপ্লিকেশন) সোলায়মান হোসাইন, অ্যাপ্লিকেশনটির প্রকল্প পরিচালক মহসীন উদ্দিন, ব্যবসায় ব্যবস্থাপক শারমীন আকতার, লংকা বাংলার প্রধান নির্বাহী খন্দকার কায়েস হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা হাসান জাবেদ চৌধুরী, প্রযুক্তি ও প্রতিস্থাপন বিভাগের প্রধান শাহজালাল উদ্দিন চৌধুরী এবং অর্থায়ন ও হিসাব বিভাগের প্রধান নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কম্পিউটার সোর্স ইনফোটেকের সোলায়মান হোসাইন বলেন, যেকোনো দেশের জন্য ব্যাংকিং ও অর্থনীতি খাতটি খুবই স্পর্শকাতর। ইনফোটেকের এই অ্যাপ্লিকেশন ঝুঁকিমুক্ত লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান তিনি।
ইনফোটেকের তৈরি করা অ্যাপ্লিকেশনটি ওয়েব সংস্করণ হলেও ট্যাব থেকেও ব্যবহার করা যবে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি