টুইনমসের নতুন ট্যাবলেট পিসি বাজারে

TwinMOS-Wifi-Tablet

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে টুইনমস ব্র্যান্ডের নতুন একটি ট্যাবলেট পিসি বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.।
একিউ৭১ মডেলের নতুন ট্যাবলেটটিকে বলা হচ্ছে ওয়াইফাই ট্যাবলেট। ৭ ইঞ্চি আকৃতির ট্যাবলেটটিতে রয়েছে এক জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৮ জিবি মেমোরি।

TwinMOS-Wifi-Tablet
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১ অপারেটিং সিস্টেম, ২.০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এর ব্যাটারি রয়েছে ২৫০০ এমএএইচ। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম চার হাজার ৫০০ টাকা।
ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন