![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ডি-লিংক দেশে আগামী বছরের শুরুতেই সেবাকেন্দ্র চালু করবে বলে ঘোষণা দিয়েছে। ডি-লিংক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহরিয়ার হোসাইন এই ঘোষণা দিয়েছেন।
এছাড়াও দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতি প্রান্তিকেই তাদের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করছে বলেও জানায় ডি-লিংকের বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
শাহরিয়ার হোসাইন জানান, দেশের বাজারে ডি-লিংক তাদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। তাই তারা প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের কর্মসূচী হাতে নিয়েছে।
সম্প্রতি তারা একটি কর্মশালারও আয়োজন করেছে। কর্মশালায় উপস্থিত ছিলেন ডি-লিংক ভারতের ভাইস প্রেসিডেন্ট (চ্যানেল অ্যান্ড মোবিলিটি) শঙ্কেত কুলকার্নি, কারিগরি ব্যবস্থাপক ইওগেশ পাওয়ার, কম্পিউটার সোর্স পরিচালক এ ইউ খান জুয়েল, পণ্য ব্যবস্থাপক খন্দকার ফুয়াদ ওমান, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসোর্টিয়াম পরিচালক তানভীর এহসানুর রহমান, এজিএম আব্দুল্লাহ আল রফিক সুমনসহ আরও অনেকে।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি