গেইম-অ্যাপসে ১০ হাজার ডেভেলপার তৈরির প্রস্তুতি শুরু

App-Mobile game-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শত কোটি ডলারের গেইম ও অ্যাপের বিশ্ববাজার ধরতে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ জন্য বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তারই পূর্বপ্রস্তুতি হিসেবে রোববার ‘মোবাইল গেইমের বিশ্ববাজারে বাংলাদেশের প্রস্তুতি’ নিয়ে একটি ব্রিফিংও করেছেন প্রতিমন্ত্রী।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ওই ব্রিফিংয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, চলতি বছরে বিশ্ববাজারে মোবাইল গেইমের ৯৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। যেখানে মোবাইল গেইমের বাজার রয়েছে ৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। সেই বাজার ২০১৮ সালের মধ্যে ১১৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে। যেখানে ৪৪ দশমিক ২ বিলিয়ন ডলার আসবে শুধু মোবাইল গেইম থেকে।

Techshohor Youtube

App-Mobile game-techshohor
সেই বড় বাজারে বাংলাদেশকে নেতৃত্বস্থানীয় অবস্থানে নিয়ে যেতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ২৮২ কোটি টাকার ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়ন করতে ১০ হাজার ডেভেলপার তৈরিসহ নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান  জুনাইদ আহমেদ পলক।

সেই প্রস্তুতি হিসেবে প্রকল্পটির আওতায় দেশের সাতটি বিভাগীয় পর্যায়ে মোবাইল অ্যাপস এবং গেইম ডেভেলপমেন্ট একাডেমি, ৩০টি জেলার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল গেইম ও অ্যাপ ল্যাব, অ্যাপ টেস্টিং ল্যাব ও ট্রেনিং পয়েন্ট স্থাপন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী পলক।

এজন্য পূর্ণাঙ্গ অ্যাপস ডেভেলপার হিসেবে আট হাজার ৭৫০ জনকে এবং গেইমিং অ্যানিমেটর হিসেবে দুই হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে।  এসব কাজে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশষ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সহ বেসরকারি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

এছাড়াও প্রকল্পে অধীনে অনলাইন কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং ও বাছাইকরণ, ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্টার্টআপ প্রতিষ্ঠানকে সহযোগিতা, ভেঞ্চার সংশ্লিষ্ট উদ্যোগ ও কার্যক্রমে সহায়তা করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতে যারা আছেন তাদের নিয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইন্ডাস্ট্রিকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

দেশে মেধাবী লোকের ঘাটতি নেই এবং সরকার সবসময় এসব বিষয়ে আন্তরিক জানিয়ে বলেন, মোবাইল ও অ্যাপ ডেভেলপার যারা আছেন তারা এটিকে আপনাদের প্রকল্প ভেবে এই সুযোগটা গ্রহণ করবেন। আর আমাদের জনগণের কষ্টার্জিত প্রত্যেকটি পয়সা আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন।

জনগণের ২৮২ কোটি টাকা সঠিকভাবে ব্যবহার করে যেন দুই হাজার ৮২ কোটি টাকার ইন্ডাস্ট্রি তৈরি করা সম্ভব হয় এবং মোবাইল গেইমে বিশ্বদরবারে দেশের নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এগোনোর জন্য সেমিনারের আয়োজন বলে জানান প্রতিমন্ত্রী।

এ আগে গত ১৪ জুন মোবাইল গেইম ও মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ উন্নয়নে ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়ে ২৮২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)।

সেসময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ১১ কোটি মোবাইল ব্যবহারকারীর কথা মাথায় রেখে ‘মোবাইল গেইম ও অ্যাপস ল্যাব’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ২০১৮ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানান।

ব্রিফিং এ উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বেসিস জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, ভেঞ্চার ক্যাপিটালের পার্টনার শামীম আহসান, তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসানসহ আরও অনেকে।

ব্রিফিংয়ের পরে ‘মোবাইল অ্যাপস ও গেইমিং ইন্ডাস্ট্রি নিয়ে অগ্রযাত্রা’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন