নারীদের পণ্য বিক্রি করবে 'বিডি গার্লস কর্নার'

bd girls corneer

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুধু নারীদের পণ্য নিয়ে যাত্রা শুরু করলো অনলাইন কেনাকাটার ওয়েবসাইট ‘বিডি গার্লস কর্নার ডটকম’। শুক্রবার উদ্বোধন করা অনলাইন শপটি থেকে নারীরা তারেদ নিত্য প্রয়োজনীয় পণ্য ঘরে বসে অর্ডার দিয়ে কিনতে পারবেন।

শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই অনলাইন শপ।

চারজন তরুণ এই উদ্যোগ নিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। তারা হলেন বিডি গার্লস কর্নানেন প্রধান পরিচাল কর্মকর্তা রেজাউর রহমান রিজভী, প্রধান অর্থ কর্মকর্তা ইমতিয়াজ মোর্শেদ, প্রধান বিপণন কর্মকর্তা আশরাফুল ইসলাম ও চিফ প্রডাক্ট অফিসার তৌহিদুর রহমান খান।

Techshohor Youtube

bd girls corneer
শপটি চালু হওয়া উপলক্ষে আগামী ১২ আগস্ট পর্যন্ত ক্রেতারা ১০ শতাংশ ছাড়ে পণ্য কেনা যাবে। আর অগ্রিম মূল্য পরিশোধে থাকছে আরও পাঁচ শতাংশ ছাড়।

অনলাইনটির উদ্বোধনূ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি রাজীব আহমেদ, তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফ এর সাধারণ সম্পাদক ওয়াশিকুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ রুমী, বেসিসের সাবেক পরিচালক আরিফুল হাসান অপু, অভিনেতা খালেকুজ্জামান, মাহবুব আল রশীদ, সংগীত পরিচালক রাকিব মোসাব্বির, সানরাইজ গ্রুপের প্রধান নির্বাহী ইশরাত আইভী আহমেদসহ আরও অনেকে।

ওয়েবসাইটের পাশাপাশি ফেইসবুকের পেইজ থেকেও যে কেউ অর্ডার করে পণ্য কিনতে পারবেন।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন