![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্রাজিলের রিওতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক ২০১৬ শুরু হয়েছে শুক্রবার। তবে প্রযুক্তি জায়ান্ট গুগল অনেক আগে থেকেই ক্রীড়াপ্রেমিদের তাদের সঙ্গে রাখার জন্য নানা আয়োজনও করে চলেছে।
দ্বিতীয় দিনে গুগল সেজেছে আনারস ডুডলে। আর লড়ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতায়!
আর এবারের অলিম্পিকে গুগল তাদের সার্চ ইঞ্জিনে ইন্টার্যাক্টিভ সিরিজ ডুডল দেওয়া শুরু করেছে। এই ডুডলগুলো সব ফলকেন্দ্রিক করেছে গুগল।
এই সিরিজ পরবর্তী বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে। যেখানে এই ডুডলে প্রতিযোগিতা করবে নারকেল, স্ট্রবেরি, তরমুজ আর ঘোড়দৌড়, অন্যান্য বিভিন্ন শক্তি এবং নানা কৌশলের মধ্যে।
তবে চাইলে এই ডুডলে গেইম খেলায় অংশ নিতে পারবেন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা। এজন্য ডিভাইসে গুগল ডুডলে ‘ট্যাপ’ করতে হবে। ডুডলে যেসব গেইম দেওয়া হয়েছে সেগুলো অলিম্পিক গেইমেরই প্রতিফলন।
তবে প্রযুক্তি জায়ান্ট গুগল এবারের রিও অলিম্পিককে অনেক গুরুত্ব দিয়েছে। আসর শুরুর আগে মোবাইল অ্যাপে বিশেষ সব ফিচার যুক্ত করা, ইউটিউবে ভিডিও দেখাতে ১৫ জন দক্ষ ভিডিওগ্রাফার পাঠানোসহ নানা পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি