রোল মডেল হাসিনা, ফেইসবুক স্ট্যাটাসে ভুটানের প্রধানমন্ত্রী

Tarana-tobgay-techahohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার দেওয়া একটি ফেইসবুক স্ট্যাটাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন।

নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ায় ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।

এর আগে অবশ্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মঙ্গলবার। সাক্ষাতে তারানা হালিম ভুটানের প্রধানমন্ত্রীর কাছে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

Techshohor Youtube

Tarana-tobgay-techahohor
দ্বিপাক্ষিক ওই বৈঠকের পর ফেইসবুকে শেরিং তোবগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই পোস্ট দেন। পরে প্রতিমন্ত্রী তারানা হালিম তার ফেইসবুকে পোস্টটি শেয়ার করেন।

ফেইসবুক স্ট্যাটাসে ভুটানের প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে শেখ হাসিনা রোল মডেল বলে লেখেন।

তিনি লেখেন, ভুটান বাংলাদেশের ইতিহাসের অংশ। শিক্ষার্থীরা ভুটান সম্পর্কে তাদের ইতিহাস বইয়ে পড়ে থাকে। ভুটানই প্রথম দেশ যারা বাংলাদেশকে সবার আগে স্বাধীনতার স্বীকৃতি ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে।

Screenshoot-tobgay-techshohor
পরে তারানা হালিম ভুটানের রাজার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার মহানুভবতার প্রশংসা করেন। এছাড়াও প্রতিমন্ত্রী ভুটানের রাজা এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনীতি, হাইড্রো পাওয়ার, তথ্যপ্রযুক্তি, বাণিজ্য, পর্যটন, এভিয়েশন, কয়লাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারানা হালিম।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন