Techno Header Top and Before feature image

সামাজিক যোগাযোগে ভাইরাল ট্রাম্পের স্ত্রীর নগ্ন ছবি

Donuld Trump-Monalia-Nacked picture-TechShohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের অন্যতম অনলাইন পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর কিছু নগ্ন ছবি প্রকাশ করেছে। গত সোমবার প্রকাশিত এই ছবি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। ফলে বেকায়দায় পড়ে গেছেন ট্রাম্প।

প্রায় ২০ বছর আগের পুরনো এসব ছবি একটি ফরাসী ম্যাগাজিনের জন্য তোলা হয়েছিলো বলে জানা গেছে। ট্রাম্পের স্ত্রী ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ফাস্ট লেডি মেলানিয়া তখন ২৫ বছর বয়সী স্লোভাকিয়ান মডেল ছিলেন। সেই সময়ে ট্রাম্পের সাথে তার পরিচয় ছিলো না বলেও দাবি করেছেন ট্রাম্প। ২০০৫ সালে তাদের বিয়ে হয়।

Donuld Trump-Monalia-Nacked picture-TechShohor

ছবিগুলো দেখে বিব্রত না হয়ে বরং ট্রাম্প বলেছেন, এই ছবিগুলো ইউরোপে বেশ জনপ্রিয় ও প্রায়ই এমন ছবি দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এসব ছবি দেখে অনেকেই নানা মন্তব্য করছেন। কেউবা সমালোচনা, আবার কেউবা সুনামও করছেন। তারা বলেছেন ‘এমনতো হতেই পারে’।

ছবিতে মেলানিয়া বিবস্ত্র ছিলেন এবং তার সাথে আরেকজন নারীও ছিলেন। সমকামিতার আঙ্গিকে তোলা এই ছবি দেখে অনেকেই মজা করে বলছেন, ইনি ফাস্ট লেডি ও উনি সেকেন্ড লেডি।

মিরর অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

আরও পড়ুন