![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অবশেষে টপ লেভেল ডোমেইন ডটওয়েব (.web) এর মালিকানা পেলো ন্যু ডট কো। ১৩৫ মিলিয়ন ডলারে তারা এই মালিকানা পেয়েছে। এর ফলে তারা এখন থেকে ডটওয়েব দিয়ে শেষ হওয়া ডোমেইন বিক্রি করতে পারবে।
এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া টপ লেভেল ডোমেইনের চেয়ে তিনগুন বেশি দামে এটি বিক্রি হলো। সর্বোচ্চ দামে ডট শপ ডোমেইন বিক্রি হয়েছিলো ৪১ দশমিক ৫ মিলিয়ন ডলারে।
তবে আশ্চর্যের বিষয় হলো ন্যু ডট কো’র সাথে নিলামে হেরে গেছে গুগল, নেট রেজিস্ট্রি প্রতিষ্ঠান অ্যাফিলিয়াস, রেডিক্স ও ডোনাটস এর মতো কোম্পানিগুলো।
২০১২ সালে এই টপ লেভেল ডোমেইনটি বিক্রির কাজ শুরু হয়। তবে অনেক কোম্পানি এটি কেনার জন্য আবেদন করায় প্রক্রিয়াটি শেষ হতে এই দীর্ষ সময় লাগলো।
সম্প্রতি নিলামে অংশ নেওয়া অন্য কোম্পানি রেডিক্স ও ডোনাটস অভিযোগ করে যে তারা ন্যু ডট কো’র আবেদনে অসামঞ্জস্যতা দেখেছে, যা পুরো প্রক্রিয়াটাকে স্থগিত করে দিতে পারে। অবশেষে সেই অভিযোগ টেকেনি।
ডোমেইন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইক্যান জানান, ন্যু ডট কো’র আবেদনে কোনো সমস্যা নেই। এজন্য দেরি করার প্রয়োজন নেই।
তবে কবে নাগাদ ডট ওয়েব ডোমেইন বিক্রি শুরু হবে এটি সম্পর্কে কিছু জানায়নি ন্যু ডট কো।
উল্লেখ্য, আইক্যান এখনও ১৬টির বেশি টপ লেভেল ডোমেইন বিক্রি করার প্রক্রিয়া চালাচ্ছে।
বিবিসি অবলম্বনে রুদ্র মাহমুদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি