![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে এইচপি ব্র্যান্ডের স্ক্রিন টাচ ল্যাপটপ এনেছে কম্পিউটার সোর্স। ফ্যাশন আর ব্যবহারবান্ধব ফিচারের পাতলা ও হলাকা ওজনের এই ল্যাপটপ।
মাত্র দশমিক ৬২ ইঞ্চি পুরুত্বের এই স্ক্রিন টাচ পিসিটি প্রয়োজনে ভাঁজ করে স্লেটের মতো ব্যবহার করা যায়। ১৩.৩ ইঞ্চি প্রশস্ত ডিসপ্লে, কোর আই সেভেন প্রসেসর চালিত এক্স৩৬০ মডেলের কনভার্টেবল ল্যাপটপটির ওজন এক কেজির কিছু বেশি।
ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স, আট জিবি র্যাম ও ২৫৬ জিবি এসএসডি হার্ডডিস্ক।
সঙ্গে আছে আইসল্যান্ড স্ট্যাইল ব্যাকলিট কিবোর্ড, মাল্টিফরমেট এসডি মিডিয়া কার্ড রিডার, এইচপি সাপোর্ট অ্যাসিটেন্ট ও রিকভারি ম্যানেজার অ্যাপস।
এছাড়াও ৬৪ বিটের অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমন্বিত ল্যাপটপটিতে দেওয়া হচ্ছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।
একবার ফুল চার্জে ছয় ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। ল্যাপটপটির দাম এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি