ঢাকায় আসছেন আইটিইউ মহাসচিব

জামান আশরাফ, টেকশহর কনটেন্ট কাউন্সিলর : একদিনের সফরে বুধবার ঢাকায় আসছেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স উইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হাওলিন ঝাও।

বুধবার সকালে একটি বিশেষ ফ্লাইটে দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় এসে পৌঁছাবেন ঝাও। ওই দিনই আবার রাজধানী ছাড়বেন তিনি।
স্বল্প সময়ের এ সফরে আইটিইউ মহাসচিব জনতা টাওয়ার সফটওয়ার পার্কে ১০ স্টার্টআপ কোম্পানিকে ফ্লোর বরাদ্দ দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবরটি নিশ্চিত করেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
Haolin Zhau, Secretary Generaltechshohor

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক থাকবেন। এর আগেও কয়েকবার ঢাকা সফর করেন চীনা নাগরিক ঝাও।

সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণায় সব সময় সহযোগিতা করে আসছেন ইউনিয়নের এ কর্তাব্যক্তি।

*

*

আরও পড়ুন