প্রিজমা এখন সবার জন্য

Prisma-Android-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত কয়েক সপ্তাহ ধরেই গোটা বিশ্ব প্রিজমা জ্বরে আক্রান্ত! প্রাথমিকভাবে আইওএসের জন্য উন্মুক্ত হওয়ায় এটিকে অনেকেই আইফোন অ্যাপ হিসেবে অবিহিত করেছেন। গত সপ্তাহে আমন্ত্রণের ভিত্তিতে কিছু সংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যাপটি ইনস্টল করতে পারেন। তবে আজ থেকে সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে।

ছবিকে পেইন্টিং রুপ দেওয়ার অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। আইফোন সংস্করণের সকল সুবিধা অ্যান্ড্রয়েড সংস্করণে দেওয়া হয়েছে। ভিডিওকে পেইন্টিং রুপ দেওয়ার সুযোগও দেয়া হচ্ছে। শিগগিরই লাইভ ভিডিও সুবিধা আনা হবে বলে জানা গেছে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

Prisma-Android-TechShohor

Techshohor Youtube

ক্লিকেই পেইন্টিং ছবি পাওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠে এই অ্যাপ। ইতিমধ্যেই ৪০০ মিলিয়নের অধিক ছবি প্রিজমাতে পরিবর্তন করা হয়েছে। আইওএসে ১ কোটি ৬ লাখ বার অ্যাপটি ডাউনলোড হয়েছে।

এছাড়া নতুন এই অ্যাপটিতে প্রতিদিন সাড়ে ১৫ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে। প্রতিদিন ৭ লাখ বার অ্যাপটি ডাউনলোড হচ্ছে বলেও জানিয়েছে প্রিজমা।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে রুদ্র মাহমুদ

*

*

আরও পড়ুন