Techno Header Top and Before feature image

বিপিও সম্মেলনের সঙ্গে যুক্ত হলো ইসলামী ব্যাংক

BACCO-IBBL-Bpo-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দ্বিতীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সম্মেলনের সঙ্গে যুক্ত হয়েছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক এবারের সম্মেলনের গোল্ড স্পন্সর হিসেবে সম্মেলনকে সহায়তা করবে।

শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) কার্যালয়ে ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি সই হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব দ্যা ডেভেলপমেন্ট উইং) মো. মোশাররফ হোসেন ও বাক্য সহ-সভাপতি ওয়াহিদ শরীফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

BACCO-IBBL-Bpo-techshohor
সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তর এবং বাক্য যৌথভাবে দ্বিতীয়বারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাক্যের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, নির্বাহী সমন্বয়কারী আবদুর রহমান শাওন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার কাজী মোহাম্মদ ইসমাইলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন